জামালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে জলাশয়ের তলদেশ শুকিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ২ জনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম।
জানা যায়, অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে সরকারি ইজারাকৃত বিলের তলদেশ শুকিয়ে মাছ শিকারের অপরাধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন মৃত আছির আলীর ছেলে মো. লুৎফুর রহমান ও একই উপজেলার মৃত মক্রম আলীর ছেলে মো. সফিক মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ (৫) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন জব্দ করে বিছনা গ্রামের রফিক মিয়ার জিম্মায় রাখা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসহাদ ও জামালগঞ্জ থানার এএসআই বাদল মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
বিআর/আরআর-০৫