'বিএনপি ছাতকবাসীর অস্তিত্ব নিয়ে খেলা করেছিল'

ছাতক প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৬, ২০২১
১০:১৮ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১
১০:১৮ অপরাহ্ন



'বিএনপি ছাতকবাসীর অস্তিত্ব নিয়ে খেলা করেছিল'

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল পানির দামে প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময়ে ঐতিহ্যবাহী ও দেশের প্রাচীনতম ছাতক সিমেন্ট কারখানাটিও বিক্রির চেষ্টা চলছিল। এখানকার সচেতন মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ কারখানাটি বিক্রির হাত থেকে রক্ষা করা হয়। এরা সবসময় দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করেছে। ছাতকবাসীর আস্তিত্ব নিয়ে বিএনপি জোট খেলা করেছে। 

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতকের সিলেট পাল্প এন্ড পেপার মিল আদর্শ দাখিল মাদরাসার ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদরাসা মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার সরকার মাদরাসাশিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়েই দেশে বেশি মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে। মাদরাসার শিক্ষাব্যবস্থার উন্নয়নে নতুন নতুন ভবন করে দিচ্ছে সরকার।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক উপজেলার চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমদ।

এছাড়া বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা শামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ছাতক পৌরসভার নারী কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি, সাবেক কাউন্সিলর শামছু মিয়া, মাদরাসার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান হাছনু ও শিক্ষার্থী হাফিজুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী হাফিজ সুমন মিয়া। সভার আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েখ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা আজাদ মিয়া, মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মহিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া চৌধুরী, সাব্বির আহমদ, আব্দুল আউয়াল, মাফিজ আলী, রঞ্জন কুমার দাস, পীর মোহাম্মদ আলী মিলন, নাজমুল হোসেন, ফয়জুল কবির লাকী, অ্যাডভোকেট ছায়াদুর রহমান, মুজিব মালদার, আরশ আলী, এম এ কাদির, প্রধান শিক্ষক আব্দুল গণি, আশিকুর রহমান, কফিল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, সিমেন্ট কারখানা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শিক্ষক অঞ্জন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, যুবলীগ নেতা ইসতিয়াক তানভীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম, ইউপি সদস্য মকসদুল হাসান আতর, আব্দুল মালিক, আব্দুস সালাম, মুহিবুর রহমান, ঠিকাদার অতুল দেব, স্থানীয় উকিল আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোতাহের আলী, আব্দুল মোমিন, জমির আলী, জুবেদ আলী, এহিয়া আবেদীন বাবু, জসিম উদ্দিন, আব্দুস সালাম, সাদিক মিয়া, আব্দুল হক মোল্লা প্রমুখ।

 

এমএ/আরআর-০৯