ধর্মপাশা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলইখালীতে অজিৎ স্মৃতি পাঠাগারের ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ফেক্রুয়ারি) রাত ৮টার দিকে পাঠাগারের কক্ষে ওই পাঠাগারের সাবেক সভাপতি অবিশ্বাস সরকারের সভাপতিত্বে এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকারের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক অধীর সরকারকে সভাপতি ও অসীম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া পরেশ চন্দ্র দাশ ও অঞ্জনা রানি সরকারকে সহ-সভাপতি, সুবীর চকদার ও অনিতা রানি সরকারকে সহ-সাধারণ সম্পাদক, সুব্রত সরকারকে সাংগঠনিক সম্পাদক, চৈতালি তালুকদারকে সহ-সাংগঠনিক, সজল সরকারকে অর্থ সম্পাদক ও চন্দন সরকারকে সহ-অর্থ সম্পাদক, পিপুল সরকার বাপ্পীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অমিয় ভূষণ সরকারকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, রুপালি রানি সরকারকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, তৃষা রানি সরকারকে সহ-সাহিত্য সংস্কৃতি সম্পাদক, দ্বীপ্ত সরকার বাপ্পীকে দপ্তর সম্পাদক, রুবেল সরকারকে সহ-দপ্তর সম্পাদক, বিমান তালুকদার, বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সুমন পাল, নির্মল চাকলাদার, রাজিব সরকার রতন, মানিক চাকলাদার, নিকেশ সরকার নির্মল, সুকান্ত তালুকদার, সাগর চাকলাদার, নীহার চাকলাদার, মৃনাল সরকার, মিতালি চাকলাদার, সুব্রত তালুকদার, সাগর সরকার, অমিত সরকার পল্লব প্রমুখকে কার্যকরী সদস্য মনোনিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে মাদকমুক্ত সমাজ ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করছে অজিৎ স্মৃতি পাঠাগার। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ত্রৈমাসিক গাঙুড় নামের একটি ম্যাগাজিন প্রকাশ করে আসছে এই পাঠাগারটি।
এসএ/আরআর-০৫