দোয়ারাবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৈনগাঁও বেইলি সেতু ভেঙে ছাতক-দোয়ারাবাজার-সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুইপাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। দুর্ভোগের শিকার লোকজন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মেরামত করতে সময় লাগবে। তবে বিকল্প উপায়ে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে।
জানা গেছে, শনিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একটি পাথরবোঝাই ট্রাক বেইলি সেতুতে উঠলে অতিরিক্ত ওজনের কারণে সেতুটি বিকট শব্দে নোয়াজের খালে ভেঙে পড়ে। এতে দোয়ারাবাজার সদর, সুরমা, বোগলাবাজার, লক্ষ্মীপুর, বাংলাবাজারসহ ৬টি ইউনিয়নের সঙ্গে বিভাগীয় শহর সিলেট ও শিল্পনগরী ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ভোগের শিকার যাত্রী ও গাড়িচালকরা জানান, সেতুটি ভেঙে পড়ায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েছেন।
সুনামগঞ্জ সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচএইচ/আরআর-০৬