কারাগারে লেখকের মৃত্যু : সুনামগঞ্জে প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন



কারাগারে লেখকের মৃত্যু : সুনামগঞ্জে প্রতিবাদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারান্তরীণ অবস্থায় লেখক ও মুক্তচিন্তক মুশতাক আহমদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়ন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে এ ঘটনার বিচার দাবি করেন এবং আইনটি বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ব্যবস্থাপনায় সরকারি অব্যবস্থাপনা নিয়ে অনলাইনে লেখালেখি করায় কারাগারে নিয়ে লেখক মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে। তিনি বিনাবিচারে কারাগারে ছিলেন ৯ মাস। বার বার জামিন চেয়েও জামিন পাননি। মৃত্যুর ৩ দিন আগে তিনি জামিন চাইলেও তাকে জামিন দেওয়া হয়নি। তিনদিন পরে কীভাবে তিনি কারাগারে মারা যান দেশবাসী তা জানতে চায়। বক্তারা এই আইনকে কালো আইন আখ্যায়িত করে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানান।

জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারীনেত্রী শীলা রায়, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধরাণ সম্পাদক নিমাই সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা দুর্যোধন দাস দুর্জয় প্রমুখ।

 

এসএস/আরআর-০৯