জগন্নাথপুর প্রতিনিধি
মার্চ ০৩, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৩, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ফুল মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। ঘণ্টাব্যাপী প্রাণপন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে টিন শেডের ৪টি ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল।
এএ/আরআর-০৯