দিরাই প্রতিনিধি
মার্চ ০৬, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২১
০১:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বলেছেন, আলোকিত জাতি গড়তে বেশি করে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি পারিবারিকভাবেও সন্তানদের শিক্ষিত করে তোলার জন্য গুরুত্ব দিতে হবে। আপনার সন্তানকে শিক্ষার আলোতে সুসন্তান হিসেবে গড়ে তোলেন, দেখবেন সে দেশ ও জাতির সম্পদে রূপান্তরিত হবে।
আজ শুক্রবার (৫ মার্চ) বিকেল ৩টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামবাসী আয়োজিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরোত্তমপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ঘর নির্মাণ ও কবরস্থানের জন্য ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়ে বুলবুল বলেন, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীর প্রতি অত্যন্ত আন্তরিক। দিরাই-শাল্লার উন্নয়নের জন্য আমাদের সাংসদ ড. জয়া সেনগুপ্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার প্রতি বিশেষ নজর রয়েছে আমাদের এমপি মহোদয়ের।
গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা তাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া ও উপজেলা যুবলীগ নেতা তাহিদুর রহমানের যৌথ পরিচালনায় উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, পৌর মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়।
এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, মেহরাজ মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি নুরুল হক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, প্যানেল মেয়র আশরাফ হোসেন, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, করিম রেজা, রবিন্দ্র সরকার, নারী কাউন্সিলর হেলেনা বেগম খেলা, মিনতি রানী দাস, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, যুবলীগ নেতা হাসান মিয়া, বাপ্পি হাসান, রাজু আহমেদ, হুমায়ূন প্রমুখ।
এএইচ/আরআর-০১