করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৬, ২০২১
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০২:১২ পূর্বাহ্ন



করোনা মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ বিতরণ

করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।

আজ শুক্রবার (৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা পরিষদ চত্বর, জেলখানার বন্দি, ট্রাফিক পয়েন্টসহ শহরের বিভিন্ন পয়েন্টে এসব সামগ্রী বিতরণ করেন নূরুল হুদা মুকুট।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, জেলা পরিষদের প্রকৌশলী প্রদীপ রায় চৌধুরী প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, মহামারি মোকাবেলায় যখন সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সফল হয়েছি। প্রধানমন্ত্রী অন্যান্য দেশের আগে করোনার টিকা জনগণকে পৌঁছে দিয়েছেন। আমাদের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে করোনা মোকাবেলাসহ দেশের পক্ষে কাজ করতে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।

 

এসএস/আরআর-০৫