শাল্লা প্রতিনিধি
মার্চ ০৬, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
দৈনিক সিলেটের ডাক পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমানের বাবা মো. আব্দুল মন্নাফ মুন্সী (৭৫) আজ শুক্রবার বার্ধক্যজনিত কারণে শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও মুসলিম পাড়ায় তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মরহুমের ১ম জানাজার নামাজ শুক্রবার দুপুরে শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে ও ২য় জানাজা বেলা ৩ টায় মরহুমের গ্রামের বাড়ি শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পরে কান্দিগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে সাংবাদিক হাবিবুর রহমান হাবিব তার বাবার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এএইচ/আরআর-০৬