জগন্নাথপুর প্রতিনিধি
মার্চ ০৭, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন
কাজল দাস
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের একটি দোকানের কর্মচারী এক কিশোর তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি রজু করেছেন।
নিখোঁজ কিশোরের নাম কাজল দাস (১৪)। সে জগন্নাথপুর উপজেলার দাসনোওয়াগাঁও গ্রামের কবিন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসনোওয়াগাঁও গ্রামের কবিন্দ্র দাসের ছেলে কাজল দাস জগন্নাথপুরের বটেরতল এলাকার বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেব'র টেইলার্সে কর্মচারী হিসেবে কাজ করত। প্রতিদিন রাতে দোকান বন্ধ করে মালিকের বাড়িতে খাওয়া-দাওয়া করে সেখানেই সে রাত্রিযাপন করত এবং সকালে দোকানে যেত। গত বৃহস্পতিবার সকালে ওই বাড়ি থেকে বের হয়ে সে আর দোকানে যায়নি। বেলা বাড়ার পর তার খোঁজ-খবর নেওয়া শুরু হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনসহ সকল জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মিলেনি।
নিখোঁজ কিশোরের ভাই প্রনয় দাস বলেন, 'আমার ভাইকে খুঁজে না পেয়ে আমাদের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি। এখনও সন্ধান পাওয়া না যাওয়ায় দুশ্চিন্তায় আছি।'
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মৃদুল দেব বলেন, 'গত ১ বছর ধরে কাজল আমার দোকানে কাজ করছে। কখনও তাকে কাজে ফাঁকি দেওয়া কিংবা বাজে আড্ডা দিতে দেখিনি। হঠাৎ করে সে উধাও হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছি।'
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, 'দোকান কর্মচারী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।'
এএ/আরআর-০৭