হাওরে স্বস্তি ও শঙ্কার বৃষ্টি

সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ১০, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন



হাওরে স্বস্তি ও শঙ্কার বৃষ্টি

সুনামগঞ্জের হাওরাঞ্চলে আজ মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে বৃষ্টি হয়েছে। তবে সঙ্গে শিলা থাকায় কৃষির জন্য উপকারী এই বৃষ্টিকে শঙ্কার বৃষ্টি বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, বোরো ধানের জন্য এ সময় বৃষ্টি জরুরি। বৃষ্টির অভাবে ধানে থোর আসার সময়ে লালচে হয়ে যাচ্ছিল। তাই কায়মনোবাক্যে বৃষ্টির প্রার্থনা করছিলেন কৃষকরা। মঙ্গলবার ভোররাতে কাঙ্খিত অল্প বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে শিলা থাকায় বিভিন্ন এলাকায় সবজির ক্ষতি হয়েছে। বোরো ধানে থোর না আসায় তেমন ক্ষতি না হলেও সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সব এলাকায় শিলাবৃষ্টি হয়নি বলে কৃষকরা জানান।

মঙ্গলবার ভোরে জেলার সকল উপজেলায় অল্প বৃষ্টি হয়েছে। এতে বোরো ধানের চাষিরা স্বস্তি প্রকাশ করেছেন। এই বৃষ্টির ফলে বোরা ধানের ফলন ভালো হবে বলে জানিয়েছেন তারা।

এদিকে দিরাই-শাল্লা উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। এতে সবজি চাষিদের বড় ক্ষতি হয়েছে। দিরাই-শাল্লার কিছু এলাকায় বোরো ধান মাটির সঙ্গে মিশে গেছে বলে জানা গেছে।

শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক বিকাশ ঠাকুরের ১ একর জমির মিষ্টি কুমড়ার ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, 'আমার প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার মতো আরও কয়েকজন কৃষকেরও এমন সর্বনাশ হয়েছে।'

নোয়াগাঁও গ্রামের পিসি দাস বলেন, 'আমাদের এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। বোরো ধানে থোর না আসায় ক্ষতি হয়নি। তবে সবজির ক্ষতি হয়েছে।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান বলেন, 'বৃষ্টির সঙ্গে শিলাও ছিল। তবে ক্ষতি তেমন হয়নি। কারণ ধানে এখনও থোর আসেনি।'

 

এসএস/আরআর-০২