তাহিরপুরে বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন



তাহিরপুরে বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি

বর্ধিত সময়ের মধ্যেও হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না করার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলা সদরের পূর্ব বাজারে হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন শরিফ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক মুছায়েল আহমদ, তোজাম্মেল হক নাসরুম, আলী আহমদ, আজহারুল, আকরাম হোসেন, নুর মিয়া, মিজানুর রহমান, মারুফ হাসান, মোফাজ্জল হোসেন, কৃষক আব্দুল মন্নাছ, হামিদুল, বিপুল দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে এখনও ফসলরক্ষা বাঁধের কাজ সম্পূর্ণ হয়নি। দ্রুতই বাঁধের কাজ সম্পূর্ণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে সামান্য পানি এলেই বাঁধ আর টিকবে না। হাওরের প্রান্তিক কৃষকদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি, অসমাপ্ত বাঁধের কাজ যেন দ্রুতসময়ের মধ্যে শেষ করা হয়।

 

এএইচ/আরআর-০৫