জগন্নাথপুরে চোরাই গরুসহ তিনজন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরে চোরাই গরুসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরের সীমান্তবর্তী এলাকা থেকে চুরি হওয়া গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১০ মার্চ) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাতক থানার চৌকা গ্রামের মৃত ইরফান আলী ছেলে খলিলুর রহমান (৫৫), বিশ্বম্বরপুর উপেজলার নাগরাখালী গ্রামের ফজিবুল রহমানের ছেলে তাজউদ্দিন (৩৫) ও একই এলাকার কোয়াজ আলীর ছেলে রকিব উদ্দিন (৪২)।

পুলিশ জানায়, জগন্নাথপুরের সীমান্তবর্তী জগন্নাথপুর-ছাতক জিলগী পয়েন্ট এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া দু'টি গরুসহ তিন গরু চোরকে আটক করে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন বলেন, গত ৭ মার্চ জগন্নাথপুর উপজেলার মোহাম্মদ গ্রামের কৃষক আজিজুল ইসলামের গোয়ালঘরে থাকা দু'টি গরু চুরি হয়। এ বিষয়ে তিনি থানায় মামলা দায়ের করেন। আমরা মামলার প্রেক্ষিতে গোপন খবর পেয়ে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চুরি হওয়া গরুসহ তিন চোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি।

 

এএ/আরআর-০৬