দিরাইয়ে সাবেক মেয়র বুলবুল সংবর্ধিত

দিরাই প্রতিনিধি


মার্চ ১২, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন



দিরাইয়ে সাবেক মেয়র বুলবুল সংবর্ধিত

সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র ও দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুলের যুক্তরাজ্য গমন উপলক্ষে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক বিকাশ রায় ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন আজিজুর রহমান বুলবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পরিতোষ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক তাহের সরদার, দিরাই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, ঢাকা জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আলমগীর বাদশা, দিরাই বাজার মহাজন সমিতির চেয়ারম্যান কামাল উদ্দিন ও দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।

এছাড়া বক্তব্য দেন, সরমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুয়ান খান, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুর রহমান সাও মিয়া, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, কুলঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, আওয়ামী লীগ নেতা মেহরাজ মিয়া, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, কাউন্সিলর আশরাফ হোসেন, লিয়াকত মিয়া, রবিন্দ্র বৈষ্ণব, নারী কাউন্সিলর হেলেনা বেগম খেলা, মিনতি রানী দাস, সাহার বানু, বাউল সিরাজ উদ্দিন, বাউল নুর ইসলাম, কবি নজরুল ইসলাম রানা, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সবুজ মিয়া, কামরুজ্জামান কামরুল, শফিক মিয়া, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি মুরাদ মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, পৌর সভাপতি শহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক মফশ্বির আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কপিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সোহেল মিয়া, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সজিবনুর প্রমুখ।

 

এএইচ/আরআর-০২