ধর্মপাশায় বাঁধের কাজ নিয়ে কাবিটা'র সভা

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ১২, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০২:০৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় বাঁধের কাজ নিয়ে কাবিটা'র সভা

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের বাঁধের প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি এবং বোরো ফসল ঘরে তোলার পূর্ব পর্যন্ত পিআইসির সদস্যদের দ্বারা বাঁধের প্রকল্প রক্ষণাবেক্ষণ ও তদারকি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটি এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এবং উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো. ইমরান হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পিকে (দিদার), পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ প্রমুখ।

 

এসএ/আরআর-০৪