ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ১২, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২১
০২:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী মাইজপাড়া গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানার পুলিশ। নিজ বসতঘরের ভেতর থেকে গতকাল বুধবার (১০ মার্চ) রাতে রুবেল মিয়া (৩২) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী মাইজপাড়া গ্রামের বাসিন্দা রুবেল মিয়া মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল বুধবার রাতে তিনি তার নিজ বসতঘরে থেকে মদ বিক্রি করছিলেন। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/আরআর-০৫