সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১২, ২০২১
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২১
০২:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে অন্তর্ভুক্তি ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা সংকট দূরীকরণের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘সুনামগঞ্জবাসীর’ ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুর, যুগ্ম-আহ্বায়ক রশিদ আহমদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মনির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে সিলেট-ঢাকা সড়ক ৬ লেনে অন্তর্ভুক্তির প্রকল্প পাশ হয়েছে। কিন্তু সিলেট-সুনামগঞ্জের মাত্র ৪৮ কিলোমিটার সড়ক এই প্রকল্প থেকে বাদ পড়েছে। এবার প্রকল্প থেকে বাদ পড়ায় আগামীতে আর কখনও সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্ত হবে না। তাই অবিলম্বে সুনামগঞ্জের সাধারণ জনতার এই দাবিকে মেনে নিতে আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। আমরা আশা করি আমাদের জনদাবি তিনি মেনে নেবেন।
সাংসদ মিসবাহ সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সংকট বিষয়ে বলেন, আমি জাতীয় সংসদে একাধিকবার এ বিষয়ে বক্তব্য দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য'র ডিজির সঙ্গে কথা বলছি। দীর্ঘদিন ধরে আমার জেলা সদর হাসপাতালে এক্সরে, আল্ট্রাসনোগ্রামসহ জরুরি পরীক্ষার ব্যবস্থা নেই। ডাক্তার না থাকায় সেবা পাচ্ছে না এলাকাবাসী। তাই আমাদের হাসপাতালের এই চিকিৎসাসংকটও দূর করতে হবে।
এসএস/আরআর-০৬