ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ১৪, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন



ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ শনিবার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি এ সভার আয়োজন করে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শোয়েব চৌধুরী।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন প্রমুখ।

আগামী ২৭ মার্চ ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এসএ/আরআর-০৪