ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ১৪, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামে অজিৎ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে বাউল গান, ধামাইল গান, বাঘের শিরনি ধামাইল ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয় অজিৎ স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে পাঠাগারের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা কমিটির সাবেক সভাপতি অবিশ্বাস সরকার।
পাঠাগারের সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্রৈমাসিক মেঠোসুর পত্রিকার সম্পাদক ব্রতচারী বিমান তালুকদার, বাউল লাল শাহ, অজিৎ পাঠাগারের সাধারণ সম্পাদক অসীম সরকার, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চাকলাদার, গলুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ধনঞ্জয় চাকলাদার, সহকারী শিক্ষক গীতেশ সরকার প্রমুখ।
রাত ২টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিভিন্ন বয়সের দুই শতাধিক মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা হলেন, বাউল লাল শাহ, ব্রতচারী বিমান তালুকদার, হিমাংশু সরকার, রূপালী রানী সরকার, বন্যা রানী সরকার, পলাশ সরকার, রাম প্রসাদ দাস, বিমল চন্দ্র শীল, বন্যা সরকার, মুন সরকার, তমা সরকার, মনি সরকার, জয়া সরকার, দৃষ্টি সরকার, রিয়া তালুকদার, প্রমা সরকার, তৃষ্ণা সরকার প্রমুখ।
অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও ত্রৈমাসিক গাঙুর পত্রিকার সম্পাদক অসীম সরকার বলেন, 'সময়ের পালাবদলে শতবছরের গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতি এখন হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্মকে গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং এই লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পাঠাগারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।'
এসএ/আরআর-০৬