তাহিরপুর প্রতিনিধি
মার্চ ১৪, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২১
০৭:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্রের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নূর আহমদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (ধানু) , প্রাক্তন উপজেলা সহকারি মেডিকেল অফিসার ডা. হাফিজ উদ্দিন প্রমূখ।
জানা গেছে, এ উপকেন্দ্র যেকোন সময় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে প্রতি রোববার ৪০ অনুর্ধ্ব যে কেউ কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমের দায়িত্বে রয়েছেন উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ফাতেমা জাহান সাকি, সিনিয়র স্টাফ নার্স আব্দুল হাকিম এবং বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফ্যামিলি ওয়াল ফেয়্যার ভিজিটর লোপা রাণী পাল।
এছাড়াও এ কর্মসূচি বাস্তবায়ন সহযোগিতায় রয়েছেন উপজেলা হেলথ্ ইনস্পেকটর রফিকুল ইসলাম, ইপিআই( টেকনিশিয়ান) নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট হেলথ্ ইনস্পেকটর বিকাশ রঞ্জন তালুকদার, আব্দুর রহিম, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মিন্টু চন্দ্র তালুকদার।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান উপকেন্দ্র হিসেবে বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারীদের সার্বক্ষণিক তৎপরতার পাশাপাশি ৪জন স্বেচ্ছাসেবীও কাজ করে যাবেন।
এ এইচ/বি এন-০২