ধর্মপাশায় ব্রতচারী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি


মার্চ ১৫, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন



ধর্মপাশায় ব্রতচারী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশাত্মবোধে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা তাপস তালুকদারের নয়াবাড়ির করচবাগানে ব্রতচারী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামের অজিৎ স্মৃতি পাঠাগার এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও কলেজে পড়ুয়া প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রশিক্ষণ শুরুর আগে স্থানীয় নবদিগন্ত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আরিফুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য, বিধান তালুকদার, অজিৎ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও ত্রৈমাসিক গাঙুড় পত্রিকার সম্পাদক অসীম সরকার, স্থানীয় বাসিন্দা দীপ্ত তালুকদার, ঝলক তালুকদার প্রমুখ। 

ব্রতচারী প্রশিক্ষক ও ত্রৈমাসিক মেঠোসুর পত্রিকার সম্পাদক বিমান তালুকদার 'ভূমি প্রেমের তিন উক্তি', 'ছোট ব্রতচারী বারো পণ', 'পঞ্চব্রত অনুসরণ' ও ছড়াগানের সঙ্গে শারীরিক ব্যায়াম করান। একপর্যায়ে শিশু-কিশোরদের গান শুনিয়ে আনন্দ দেন বাউল লাল শাহ্।

প্রশিক্ষণে উপস্থিত থাকা অজিৎ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসীম সরকার বলেন, 'বর্তমান প্রজন্মের শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা প্রকৃতির সান্নিধ্য নিয়ে মানবিক মানুষ হয়ে নিজেদের আত্মউন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে এ প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।'

 

এসএ/আরআর-০৭