জামালগঞ্জে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালিত

জামালগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৫, ২০২১
১০:২৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
১০:২৪ অপরাহ্ন



জামালগঞ্জে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালিত

জামালগঞ্জে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মতিথি পূজা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ মার্চ) দুপুরে সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে সেবাশ্রম মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বনিক।

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা হেমন্ত কুমার তালুকদার, স্বপন কুমার রায়, উপদেষ্টা বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, কমলকান্তি ঘোষ চৌধুরী, সাচনা বাজার বনিক সমিতি একাংশের সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামকৃষ্ণ সেবাশ্রমের সহ সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কোষাধ্যক্ষ শ্রীতেষ চন্দ্র সরকার, সারদা সংঘের সম্পাদিকা নূপুর সেন।

পরে সেবাশ্রমের পক্ষ থেকে ১০৭ জন অসহায় দুস্থ নারী ও পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

বি এন-০৭