দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৫, ২০২১
১০:২৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৫, ২০২১
১০:২৯ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, প.প. কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার সহ প্রমূখ।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদেও সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে উপজেলার সুসেবা নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত হয়ে। 

 

এস টি/বি এন-০৮