জগন্নাথপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
‘মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় বিশ্ব ভোক্তা দিবস সুনামগঞ্জের জগন্নাথপুরেও পালিত হয়েছে।
আজ সোমবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১টায় পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, স্যানেটারী ইন্সপেক্টর লতিফুল বারী, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।
এ এ/বি এন-১১