দিরাই প্রতিনিধি
মার্চ ১৬, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৬, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়। বাংলার মাটিতে নবীজীর সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে হেফাজত। প্রয়োজনে রক্ত ঝড়াবে।
সোমবার (১৫ মার্চ) বেলা ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বাবুনগরী বলেন, যুগে যগে যারাই ইসলামের বিরোধীতা করেছে তারা টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন ইসলামের বিরোধীতা করে উৎখাত হয়েছে। ইসলামের দুশমন আবু জাহেল নবীজীর বিরোধীতা করতে করতে হারিয়ে গেছে। মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। যারা নবীর নামে কুৎসা রটনা করে, বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে সংসদে আইন পাশের মধ্য দিয়ে শাস্তির বিধান রাখতে হবে।
হেফাজতের দিরাই উপজেলা শাখার সভাপতি শায়েখ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, দেশের লক্ষ-কোটি মুসলমানের দাবি নবীজীর দুশমন, নবীজিকে নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান পাশ করা। তা না করে যদি নাস্তিক মুরতাদদের রক্ষা করার চেষ্টা করা হয়, তবে তা মেনে নেওয়া হবে না। এ দাবি আদায়ে প্রয়োজনে নবী প্রেমিকরা রক্ত ঝড়াবে। নবীজীর দুশমনদের খতম করা হবে।
এছাড়া বক্তব্য দেন, সংগঠনের নায়েবে আমির শায়খুল হাদিস নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম-মহাসচিব নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল বাছির, সাবেক সাংসদ মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা সোয়েব আহমদ, মুফতি সফিকুল আহাদ প্রমুখ।
এর আগে সম্মেলনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই পৌরশহরের অলি-গলি ও বিভিন্ন রাস্তায় তৌহিদী জনতার ঢল নামে। পরে সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়। সকাল ১০টা থেকে শুরু হয় সম্মেলন। শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারযোগে দুপুর ১২টায় মজলিশপুরস্থ হ্যালিপ্যাডে অবতরণ করে সমাবেশস্থলের পাশে হাফিজিয়া হুসাইনিয়া মাদরাসায় পৌঁছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। বেলা ৩টায় সমাবেশে পৌঁছে বক্তব্য দেন তিনি। এর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এএইচ/আরআর-০৩