ছাতকে কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ছাতক প্রতিনিধি


মার্চ ১৬, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৭:১৭ অপরাহ্ন



ছাতকে কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ছাতকের এক কারখানাতে দূর্ঘটনায় সুলতান মিয়া (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জামালপুর জেলা সদরের নান্দিনা চরহামেদপুর গ্রামের বাবর আলীর ছেলে।

জানা যায়, ছাতকের লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সুলতান মিয়া কাজ করতেন। সোমবার দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর থেকে ভারী একটি লোহার রড সুলতানের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় লাফার্জ হোলসিমের খামখেয়ালিপনাকে দোষছেন স্থানীয়রা।

থানার অফিসার ইনচার্জ নাজিমুদ্দিন জানান, লাশ সিলেটের হাসপাতলে রয়েছে। এবিষয়ে নিহতের পরিবারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরসি-০১