ছাতকের তিন ইউপিতে আ.লীগের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৬, ২০২১
০৯:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২১
০৭:৪০ অপরাহ্ন



ছাতকের তিন ইউপিতে আ.লীগের প্রার্থী যারা

সুনামগঞ্জের ছাতকসহ দেশের ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।সোমবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীরা হলেন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আওলাদ হোসেন, নোয়ারাই ইউনিয়নে মো. আফজাল আবেদীন ও সিংচাপইর ইউনিয়নের মো. মোজাহিদ আলী। 

আরসি-০৭