জামালগঞ্জে লন্ডন টাইমস নিউজের বর্ষপূর্তি উদযাপন

জামালগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৭, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৭, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন



জামালগঞ্জে লন্ডন টাইমস নিউজের বর্ষপূর্তি উদযাপন

সুনামগঞ্জের জামালগঞ্জে ইংল্যান্ডের লন্ডন থেকে প্রচারিত লন্ডন টাইমস নিউজের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টায় জামালগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে এ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন লন্ডন টাইমস নিউজের সাহিত্য সম্পাদক পঙ্কজ শীল। এমসি কলেজের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন রবিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ-সভাপতি মো. আলী আমজাদ, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার জামালগঞ্জ প্রতিনিধি মহসিন কবীর ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. বিষ্ণুপদ সূত্রধর। এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. বায়েজিদ বিন ওয়াহিদ, উপজেলা খেলাঘর আসরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম আল আমীন প্রমুখ।

 

বিআর/আরআর-১৩