দিরাই প্রতিনিধি
মার্চ ১৭, ২০২১
০৭:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২১
১০:৫১ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আল্লামা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্যকারী ঝুমন দাস আপন (৩৫) কে আটক করেছে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ। তিনি শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাও গ্রামের মৃত গোপেশ দাসের পুত্র।
মঙ্গলবার দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে শাশখাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিরাইয়ে হেফাজতের একটি সমাবেশে বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। এর পর থেকেই 'ঝুমন দাস আপন' নিজের ফেইসবুক আইডি থেকে মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব করতে থাকেন। তার মন্তব্যে কমেন্ট করতে থাকেন হিন্দু সমপ্রদায়ের লোকজন। এনিয়ে স্থানীয় মুসলমানদের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নজরে আসলে তাকে আটকে অভিযানে নামে শাল্লা থানা পুলিশ। রাতে শাশখাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্য করার কারণে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় ঝুমন দাস আপনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ/আরসি-০১