তাহিরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ১৮, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন



তাহিরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জন্মশতবার্ষিকীর কেক কাটা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চানায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ-সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা নুরুল হক মাস্টার, বাবুল মিয়া, যুব মহিলা লীগের নেত্রী আইরিন আক্তার প্রমুখ।

সভা শেষে জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারবর্গের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়া উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

 

এএইচ/আরআর-০৬