ধর্মপাশা প্রতিনিধি
মার্চ ১৮, ২০২১
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলকক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের একাংশের উদ্যোগে উপজেলা বিআরডিবি হলরুমের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে তা শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সানি প্রমুখ।
অপরদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অপরাংশের উদ্যোগে সকাল ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেল ৫টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আলী আকবরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, আবদুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোকাররম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা তরুণ লীগের আহ্বায়ক তানভীর কবীর প্রমুখ।
এসএ/আরআর-১১