সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৯, ২০২১
০২:০৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৯, ২০২১
০২:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু সম্প্রদায়ের গ্রাম নোয়াগাঁওয়ে হেফাজতে ইসলামের নেতা মামনুল হকের অনুসারীদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাল্লা থানায় এ মামলা দায়ের হয়। কয়েকজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে (মামলা নম্বর-০৬)।
এর আগে গতকাল বুধবার সকালে হেফাজতে ইসলামের নেতা মামনুল হককে 'কটুক্তি' করে ফেসবুকে লেখার জেরে তার অনুসারীরা নোয়াগাঁও গ্রামে অতর্কিত হামলা করে। ভয়ে গ্রামবাসী পালিয়ে গেলে তারা গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। গ্রামের অন্তত ৮০টি ঘর ভাঙচুরসহ লুটপাট করা হয়। ৬টি মন্দির ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করার পর পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাম্প্রদায়িক গোষ্ঠীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় গ্রামবাসী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান র্যাবের মহাপরিচালকের কাছে।
এরপর সন্ধ্যা ৬টায় শাল্লা থানায় গ্রামবাসীর পক্ষে মামলা দায়ের করা হয়। তবে আসামি ও বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছে পুলিশ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, 'সন্ধ্যায় মামলা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযানে আছি। তবে মামলার স্বার্থে বাদী ও আসামিদের নাম বলা যাবে না।'
এসএস/আরআর-০৩