শাল্লায় তাণ্ডবের ঘটনায় তাহিরপুরে প্রতিবাদ

তাহিরপুর প্রতিনিধি


মার্চ ২০, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



শাল্লায় তাণ্ডবের ঘটনায় তাহিরপুরে প্রতিবাদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে একটি প্রতিবাদী মিছিল তাহিরপুর থানার সামনে থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সুভাষ পুরকায়স্থ'র সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা জয় রায়ের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা. রতন গাঙ্গুলি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ফণী ভূষণ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা অদ্বৈত সংস্কার কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু তালুকদার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক হরিনারায়ণ বিশ্বাস ও তাহিরপুর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি গণেশ তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু ঐক্য মহাজোটের সভাপতি অপু তালুকদার, ধর্মীয় নেতা দিলকুশ তালুকদার, রতীশ বণিক, সেন্টু সরকার, জয় দাস, উজ্জ্বল পাল, মন্তুশ দাস, শাওন দাস, কাজল তালুকদার, প্রিপেশ তালুকদার, রূপক দাস, রূপক চক্রবর্তী, শুভ তালুকদার, উকিল বৈদ্য প্রমুখ।

 

এএইচ/আরআর-০২