শাল্লায় হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি


মার্চ ২০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন



শাল্লায় হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৪টায় থানা পয়েন্টে দিরাই উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়ের সভাপতিত্বে ও শিক্ষক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সন্তু চরণ দাস, দয়াময় দাস, নির্মল রায়, মানবেন্দ্র রঞ্জন দাস, শঙ্ক নাগ, হীরেন্দ্র দেবনাথ, ঝন্টু রায়, নগেন্দ্র চন্দ্র দাস, রাসেন্দ্র সরকার ও হরিপদ দাস।

মানববন্ধনে বক্তারা বলেন, দিরাই-শাল্লার শতবছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি, যাতে করে ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে।

 

এএইচ/আরআর-০৩