শাল্লায় হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ২০, ২০২১
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২১
১১:৪৪ অপরাহ্ন



শাল্লায় হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া মার্কেটের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতির সভাপতি আ স ম এবাদুর রহমানসহ একাত্মতা প্রকাশ করে বিএমএ ও ফারিয়া।

মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায় বলেন, শাল্লায় মানবতা লঙ্ঘিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সকল ধর্মই শান্তি চায়। কিন্তু দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য এসব করছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এছাড়া বক্তব্য দেন, শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া কমিটির সভাপতি অজয় দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দ্বীজেন্দ্র লাল রায়, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যার জয়শ্রী চৌধুরী, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সমীরন সরকার, সদস্য ডমনিক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম-সম্পাদক জগৎজ্যোতি ধর, এনাম হোসেন চৌধুরী মামুন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, ভূনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য, কালাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দেব, সদর ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন বিশ্বাস, সাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীতারাম অলমিক, সাতগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত প্রমুখ।

 

জিকে/আরআর-০২