জলমহালে লুটপাটের ঘটনায় মামলা, আটক ২

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ২১, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন



জলমহালে লুটপাটের ঘটনায় মামলা, আটক ২

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহালে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাউয়াজুরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও কাউয়াজুরী গ্রামের জায়ফুর মোহাম্মদের ছেলে রমিজ আলী বাদী হয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের ৮৩ জনকে আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের পাশে বাদীর সরকারি ইজারাপ্রাপ্ত বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহাল। উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের লোকজন মাঝে-মধ্যে রাতে ও দিনে বাদীর জলমহালে এসে মাছ ধরছিল। গত রবিবার (১৪ মার্চ) ভোরে উমেদনগর গ্রামের প্রায় ১০০/১৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমিতির সরকারি ইজারাকৃত জলমহালে প্রবেশ করে তাদের হাতে থাকা কোনা জাল, পলো এবং কুচাসহ বিভিন্নভাবে মাছ ধরতে শুরু করে। এ সময় ইজারাদারসহ উপস্থিত লোকজন বাধা দিতে গেলে আসামিরা বাদীসহ সাক্ষীদের ঘিরে ধরে রাখে। পরে জলমহালে রক্ষিত মাছ, নগদ টাকাসহ ১৪ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। 

এ ঘটনায় কাউয়াজুরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য রমিজ আলী বাদী হয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের ৮৩ জনসহ অজ্ঞতনামা ১০০/১৫০ জনকে আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পরই দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহালে লুটপাটের ঘটনায় উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের তছদ্দর আলীর ছেলে রুপ উজ্জিল (৪০) ও একই গ্রামের কুদরত উল্লাহ'র ছেলে আব্দুল খলিলকে আটক করেন।

দক্ষিণ সুনমাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন আসামিকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এসটি/আরআর-০৫