জগন্নাথপুর প্রতিনিধি
মার্চ ২১, ২০২১
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : মার্চ ২১, ২০২১
১১:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে শুঁটকির গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় টিনসেটের গুদাম ঘর আগুনে পুড়ে গেছে।
রবিবার (২১ মার্চ) দুপুরে জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকার এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, শহরের হেলিপ্যাড এলাকার পুরোন শুটকি পল্লীর একটি টিনসেটের শুঁটকির গুদামে ১২টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতেও ততক্ষণে গুদাম পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ গুদামের মালিক মজবিল আলী দাবী করেছেন।
মজবিল আলী বলেন. অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি আমার সব কিছুর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি নি:স্ব হয়ে গেছি। কিভাবে আগুনে লেগেছে তা জানি না। গুদামে ১০০ মটকা শুঁটকি ছিল। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মাসুম বলেন, ‘খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
এ এ/বি এন-১০