তাহিরপুর প্রতিনিধি
মার্চ ২৩, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৩, ২০২১
১২:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে জাদুকাটা নদীতে বাংলাদেশি এক শ্রমিকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ওই শ্রমিকের নাম সাইদুর রহমান (২৫)। তিনি বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফের টিলাগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, সোমবার (২২ মার্চ) ভোরে সাইদুর রহমান বিজিবিকে ফাঁকি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলন করতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। দুপুরের দিকে স্থানীয় লোকজন জানতে পারেন ভারতের ঘোমাঘাট নামক এলাকার জাদুকাটা নদীতে বাংলাদেশি এক যুবকের লাশ পড়ে রয়েছে।
পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট এলাকার জাদুকাটা নদীতে পড়ে থাকা মরদেহটি টিলাগাঁও গ্রামের কয়লা শ্রমিক সাইদুর রহমানের।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শ্রমিক সাইদুর রহমান মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ভারতের অভ্যন্তরে ঘোমাঘাট এলাকার জাদুকাটা নদীতে মৃগী রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তছলিম এহসান বলেন, শুনেছি ভারতের অভ্যন্তরে জাদুকাটা নদীতে এক যুবকের লাশ পড়ে আছে। বিজিবির পক্ষ থেকে মরদেহ উদ্ধারে ভারতীয় বিএসএফ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এএইচ/আরআর-০৪