দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৫, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই পয়েন্টে মো. ইমন আহমদ (১২) নামের এক কিশোর খুন হয়েছে। নিহত ইমন আহমদ শিমুলবাক ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় সে ছোটবেলা থেকে তার নানা মুক্তাখাই গ্রামের আরজ আলীর বাড়িতে বসবাস করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুক্তাখাই পয়েন্টে মুক্তাখাই গ্রামের আজাদ মিয়ার ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রী সায়মন মিয়ার (২৫) সহকারী হিসেবে কাজ করত ইমন আহমদ। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাতে দোকান মালিক আজাদ মিয়ার বাড়িতে খাবার খেয়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া ও ইমন আহমদ দোকানে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময়ে কাঠমিস্ত্রী সায়মন মিয়া ইমন আহমদকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক সায়মন মিয়া ছাতক উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ ইমন আহমদের লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এসটি/আরআর-০২