শাল্লা প্রতিনিধি
মার্চ ২৫, ২০২১
০১:২১ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০১:২১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের নোয়াগাঁও গ্রামে গত ১৭ মার্চের বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাল্লা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের লোকজন প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. অলিউল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অজয় তালুকদারের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, শাল্লা কৃষকলীগের সভাপতি ও শিক্ষক কাজল বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, যুবলীগ নেতা ফেনিভূষণ সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ সরকার টুটুল, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার প্রমুখ।
বক্তারা নোয়াগাঁও গ্রামে বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ হামলায় ক্ষতিগ্রস্ত নোয়াগাঁওবাসীকে মামলা পরিচালনায় আইনি সহায়তার জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেড় লাখ টাকা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. জামান চৌধুরী, যুবলীগ মো. ফখরুল ইসলাম, হাজী মজু মিয়া কলেজের অধ্যক্ষ নওশের মনির, আওয়ামী লীগ নেতা পীযুষ কান্তি চৌধুরী, অরিন্দম চৌধুরী সাগর, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল বারি লেলিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় লোকজন ও এলাকাবাসী।
এএইচ/আরআর-০৬