মুক্তিযোদ্ধার পরিবারে হামলা, নারীসহ আহত ৫

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন



মুক্তিযোদ্ধার পরিবারে হামলা, নারীসহ আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ বিষয় নিয়ে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনের ওপর হামলা চালিয়ে নারীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এ ঘটনাটি ঘটেছে। হামলার শিকার সাত মাসের অন্তঃস্বত্ত্বা নারীসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আসা আহত রোগীদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রৌয়াইল গ্রামের (মোকামপাড়া) বীর মুক্তিযোদ্ধা মৃত আছাব আলীর ছোট ছেলে ফজলু মিয়ার (২৬) সঙ্গে টমটমচালক মাহি মিয়ার কথা কাটাকাটি হয়। মাহি একই এলাকার বাসিন্দা চুনু মিয়ার ছেলে। একপর্যায়ে টমটমচালক মোকামপাড়া নিয়ে আপত্তিকর কথা বললে মাহি ও ফজলুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে মাহির আত্মীয়-স্বজনরা সংঘবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আছাব আলীর বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আহত হন বীর মুক্তিযোদ্ধার ছেলে ফজলু মিয়ার অন্তঃস্বত্ত্বা স্ত্রী রাহিমা বেগম (২৫), সামছুন নাহার (২৮), রাসিয়া বেগম (২৮), বীর মুক্তিযোদ্ধার ছেলে সাবুল মিয়া (৩৫) ও ফজলু মিয়া (২৬)। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা আছাব আলীর ছেলে শাহিন মিয়া বলেন, 'প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পূর্ববিরোধ চলছিল। ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে টমটমচালক মাহির আত্মীয়-স্বজনরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে আমাদের বাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা করে। আমাদের ঘরের নারীদের মারধর করেছে। এটি খুবই কষ্টের ও যন্ত্রণার। তারা যদি আমাদেরকে মেরে ফেলত, তাও ভালো ছিল। এ ঘটনার ন্যায়বিচার চাই আমি।'

এ বিষয়ে মাহির পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেন বলেন, 'খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছি।' 

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দিন বলেন, ' আজ (শুক্রবার) এ বিষয়ে আমরা লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।'

 

এএ/আরআর-০৪