জগন্নাথপুরে স্বাধীনতা দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:০২ পূর্বাহ্ন



জগন্নাথপুরে স্বাধীনতা দিবস পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সর্যোদয়ের পর পর জগন্নাথপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্জন করা হয়। এরপর জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় স্বরূপচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় সদরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠাশের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শিক্ষক আলমগীর হোসেন ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, রসুরাজ্য বৈদ্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক রঞ্জন চন্দ্র দাস, প্রেসক্লাবেড় সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।

এর আগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মহান মুক্তিযোদ্ধা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ ও মন্দিরে দোয়া ও প্রার্থনা, হাসপাতালে উন্নৎমানের খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুজিত রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, বাজার বণিক সভাপতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, সহ-সম্পাদক রজমান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সৈয়দ জিতু মিয়া, বাবু চৌধুরী, এম শামিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহ্বায়ক কামরান আহমদ, মারজান ভূঁইয়া, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ। এর পূর্বে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

এএ/আরআর-০৬