দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৭, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবস উদযাপনের শুভসূচনা হয়।
সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
সকাল ৯টায় পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেবুননাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী, জয়কলস ইউপি’র চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অশোক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম রেজা, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সদস্য সামিউল কবির।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসটি/আরআর-১০