দক্ষিণ সুনামগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৭, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৭ মার্চ) দুপুর ১২ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টলের নিয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। 

উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা,উপজেলা প্রকৌশলী আন নুর তারেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য অফিসার দ্বিরাজ নন্দী চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আতিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যকর্মী প্রমুখ। 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে, তা সম্পর্কে জনগণকে ধারণা দিতেই এ মেলার আয়োজন। 

তিনি বলেন, ‘গ্রামীন জনপদে সরকার যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তা আপনার সামনে তুলে ধরতেই সরকারের পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়েছে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। ’

এস টি/বি এন-০২