শামীম আহমেদ, ধর্মপাশা
মার্চ ২৮, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৮, ২০২১
০১:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দু'টি সম্মেলন স্থগিত করার বিষয়টি জানিছেন। আজ শনিবার (২৭ মার্চ) ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা শাখার কয়েকজন সিনিয়র নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখায় এনামুল হক এনামকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০১২ সালের ১২ ডিসেম্বর তিন বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল সুনামগঞ্জ জেলা কমিটি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৫ বছর পর গত ২ মার্চ ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন করার জন্য শাহ আবদুল বারেক ছোটনকে আহ্বায়ক ও তরিকুল ইসলাম পলাশকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয় সুনামগঞ্জ জেলা কমিটি। সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৭ মার্চ। উপজেলা সদরের ত্রিমূখী মোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে আজ শনিবার সকাল ১১টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অপরদিকে, মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিল না। ২০১৭ সালের ১১ এপ্রিল এনামুল হককে আহ্বায়ক ও সুব্রত ভট্টাচার্য, সাইদুর রহমান, প্রাণ গোপাল চৌধুরী ও সিরাজ উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক লীগের মধ্যনগর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। সম্মেলন করার জন্য ওই আহ্বায়ক কমিটিকে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন করতে পারেনি। আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর পর গত ২০ মার্চ প্রদীপ চন্দ্র সরকারকে আহ্বায়ক ও আর্শাদ মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৭ মার্চ। মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ শনিবার বিকেল ৩টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ধর্মপাশা উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন ও মধ্যনগর থানার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ চন্দ্র সরকার বলেন, 'সম্মেলন করার জন্য আমাদের সবরকম প্রস্তুতি ছিল। করোনা পরিস্থিতিতে জেলা কমিটির সময়োপযোগী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। করোনা পরিস্থিতি শেষ হলে সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।'
স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু মুঠোফোনে বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আমরা ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন স্থগিত করেছি। দেশ করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আমরা ওই দু'টি সম্মেলনের তারিখ জানিয়ে দেব।
এসএ/আরআর-০৮