সরকারি জমি দখলের অভিযোগ তদন্তে প্রমাণিত

দোয়ারাবাজার প্রতিনিধি


মার্চ ২৮, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৮, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন



সরকারি জমি দখলের অভিযোগ তদন্তে প্রমাণিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারের নিকটবর্তী সরকারি খাস ভূমি নদীর চর দখল করে মসজিদের নামে স্থাপনা নির্মাণ করায় এলাকাবাসীর পক্ষে নুর মোহাম্মদ সোহেল বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে প্রশাসনের।পরবর্তীতে স্থানীয় তহসিলদারের সরেজমিন তদন্তে তা প্রমাণিত হলে দ্রুত উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধারে উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) নিখিল চন্দ্র পুরকায়স্থ বলেন, 'সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় দ্রুত তা উচ্ছেদের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

এইচএইচ/আরআর-১২