জগন্নাথপুরে শান্তিপূর্ণ হরতাল, চলেনি দূরপাল্লার যানবাহন

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ২৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন



জগন্নাথপুরে শান্তিপূর্ণ হরতাল, চলেনি দূরপাল্লার যানবাহন

সুনামগঞ্জের জগন্নাথপুরে হেফাজতে ইসলামের ডাকা হরতালে রবিবার (২৮ মার্চ) দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। জগন্নাথপুর পৌরশহরে পুলিশের টহল জোরদার করা হলেও উপজেলার কয়েকটি স্থানে হেফাজত সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে। জগন্নাথপুরের ভবেরবাজার ও সৈয়দপুর বাজার ছিল আন্দোলনকারীদের দখলে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাকা হরতালে সিলেট বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর (জগন্নাথপুর-সিলেট) সড়ক ও জেলা শহরের সঙ্গে যাতায়াতের সড়ক জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল করেনি। জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাদরাসা পয়েন্ট, ভবেরবাজারে প্রবেশের সেতুর মুখ, বাজারের সেতুসহ ভবেরবাজার এলাকায় মাদরাসাছাত্রদের পিকেটিংয়ের কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। এ সময় পিকেটারদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। তবে জগন্নাথপুর পৌরশহরে যান চলাচল ছিল স্বাভাবিক। 

এদিকে, পৌর এলাকার ভবেরবাজার ও জগন্নাথপুরের সৈয়দপুরবাজার ছিল হেফাজতের ইসলামের দখলে। সৈয়দপুর বাজারে দোকানপাট খোলা হয়নি। বাজারের সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেয়। দুপুরে সৈয়দপুর থেকে ভবেরবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। এ সময় পুলিশ প্রথমে মিছিলে বাধা দিলেও পরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের সমঝোতায় তারা শান্তিপূর্ণ পরিবেশে মিছিল করেছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'হেফাজতের হরতাল চলাকালে পুলিশের টহল রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

 

এএ/আরআর-১১