ধর্মপাশায় দুইজনকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০১:৪৭ পূর্বাহ্ন



ধর্মপাশায় দুইজনকে জরিমানা

খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা ও সরকারি কর্মচারীকে সরকারি সম্পদ গ্রহণে বাধা দেওয়ার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে শংকর তালুকদার (৪৫) ও আবদুল মুকিত (৪২) নামের দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ উল্লাহ খান, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল মোনায়েম খান প্রমুখ।

 

এসএ/আরআর-০৭