করোনার সংক্রমণ প্রতিরোধে মাঠে প্রশাসন, অর্থদণ্ড

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন



করোনার সংক্রমণ প্রতিরোধে মাঠে প্রশাসন, অর্থদণ্ড

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠে নেমেছে প্রশাসন। দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে পৌরশহরে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার চালানো হয়। 

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'করোনার সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। ইতোমধ্যে আমরা মাইকিং করে প্রচার চালিয়েছে রাত ১০টার পর থেকে অযথা কেউ ঘরের বাড়ি বের না হওয়ার জন্য। নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

 

এএ/আরআর-০৮