সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০১, ২০২১
০২:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২১
০২:১১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের গ্রাম নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন এবং মামলাটি দ্রুতবিচার আইনে নেওয়ার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম সিলেট।
বুধবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা এ ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে হাজার বছরের বিশ্বাস ও সংস্কৃতির বন্ধন ছিন্ন করে সাম্প্রদায়িক গোষ্ঠী গ্রামে হামলা চালিয়েছে। আগের রাতে প্রশাসন হামলাকারীদের নিবৃত্ত করায় স্থানীয়রা পরদিন যে যার কাজে মাঠে চলে গিয়েছিলেন। কিন্তু প্রশাসনের আশ্বাস পরদিন কাজে লাগেনি। হামলাকারীরা গ্রামে প্রবেশ করে হামলা ও লুটপাট করে পালিয়ে যায়।
প্রশাসন এ হামলা বন্ধে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, প্রশাসন এ ঘটনার দায় এড়াতে পারে না। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে। তাই ঘটনা তদন্তে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
লিখিত বক্তব্য পাঠ করেন শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট সুব্রত দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিষ মজুমদার, অর্জুন কুমার চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামে হেফাজতে ইসলামের অনুসারীরা হামলা ও লুটপাট করে। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
এসএস/আরআর-১০